যুবকদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

0
0

নিজস্ব প্রতিবেদক: পড়াশোনা শেষে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে যুবকদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সকালে, বঙ্গবন্ধু জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি অর্জনে যুব সমাজের গর্বিত অংশগ্রহণ রয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় এখন থেকেই সবাইকে প্রস্তুত থাকার কথা বলেন শেখ হাসিনা।

যুবকদের আত্মনির্ভরশীল করা ও কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগকে গতিশীল করতে প্রতিবছর পালন করা হয় জাতীয় যুব দিবস। জাতির পিতার জন্মশতবার্ষিকীতে এবার দিবসটির নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস’। রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই আয়োজনে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে, সমাজ ও দেশে অবদান রাখার স্বীকৃতি হিসেবে ২১জন সফল আত্মকর্মী যুবক ও ৫ জন যুব সংগঠককে জাতীয় যুব পুরস্কার দেয়া হয়।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশের তথ্য-প্রযুক্তিসহ বিভিন্ন গবেষণা এবং কারিগরি দিক উন্নত করা হচ্ছে। এসব সুযোগ কাজে লাগিয়ে যুবকদের আত্মনির্ভরশীল হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বলেন, পড়াশোনা শেষে চাকরি ও বিদেশ যাওয়ার ভাবনা থেকে বের হয়ে এসে যুবকদের উদ্যোক্তা হতে হবে।

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় এখন থেকেই সবাইকে সতর্ক থাকার আহবান জানান প্রধানমন্ত্রী। একইসাথে বিদেশ ফেরতদের কোয়ারেন্টিন নিশ্চিত করার পাশাপাশি দেশের সব বন্দরে করোনা পরীক্ষা জোরদার করার নির্দেশ দেন তিনি।

প্রাকৃতিক ও সামাজিক সব সংকটে তরুণ-যুবকদের সাহসী অংশগ্রহণের বিভিন্ন দিক তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের অগ্রযাত্রায় যুবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here