করোনায় মারাত্মক ঝুঁকিতে ইউরোপ ও আমেরিকা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

0
42

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুঁশিয়ারি দিয়ে বলেছে, বিশ্ব এখন করোনা মহামারির জটিল সন্ধিক্ষণে রয়েছে। আগামী কয়েক মাস খুবই কঠিন হবে এবং কয়েকটি দেশ বিপজ্জনক পথে রয়েছে। বিশেষ করে ইউরোপ ও আমেরিকা। শুক্রবার সংস্থার প্রধান টেডরস আধানম গেব্রিয়াসাস এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই সতর্কবার্তা দিয়েছেন।

তিনি বলেছেন, ‘আমরা করোনা মহামারির জটিল সন্ধিক্ষণে রয়েছে, বিশেষ করে উত্তর গোলার্ধে। আগামী কয়েক মাস খুবই কঠিন হতে যাচ্ছে এবং কিছু দেশ বিপজ্জনক পথে রয়েছে। ‘আরও অপ্রয়োজনীয় মৃত্যু ঠেকাতে আমরা নেতাদের দ্রুত পদক্ষেপ নিতে, প্রয়োজনী স্বাস্থ্যসেবায় ধস বন্ধে এবং স্কুলগুলো আবারও বন্ধ হওয়া ঠেকানোর আহ্বান জানাচ্ছি। আমি ফেব্রুয়ারিতে যেমনটা বলেছিলাম, সেটি আবারও বলছি। এটি মহড়া নয়।

কিছু কিছু দেশে সংক্রমণের হার বাড়তে দেখা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘এগুলো এখন হাসপাতাল ও ইনটেনসিভ কেয়ার ইউনিটগুলোকে বন্ধ বা সক্ষমতার বাইরের দিকে ঠেলে দিচ্ছে। অথচ আমরা এখনও কেবল অক্টোবরে রয়েছি।

প্রকোপ দেখা দেয়ার শুরু থেকে এখন পর্যন্ত করোনা ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। যেখানে গতে একদিনেও প্রায় হাজার মার্কিনির মৃত্যু হয়েছে। এতে করে প্রাণহানির সংখ্যা বেড়ে ২ লাখ ২৯ হাজার ছাড়িয়ে গেছে। নতুন করে আক্রান্ত হয়েছেন পৌনে এক লাখ আমেরিকান।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪ হাজার ৩০১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৮৭ লাখ ৪৭ হাজারে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ৯৭২ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ২ লাখ ২৯ হাজার ৩৮১ জনে ঠেকেছে।

অপরদিকে, সুস্থতা লাভ করেছেন আরও ৫৭ হাজারের বেশি রোগী। এতে করে বেঁচে ফেরার সংখ্যা ৫৬ লাখ ৫৫ হাজার ৩০১ জনে পৌঁছেছে।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে তাদের দেশের অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো, প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here