নিজস্ব প্রতিবেদক: এন-৯৫ মাস্ক কেলেংকারির মামলায় ঠিকাদারি প্রতিষ্ঠান জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের চেয়ারম্যান আবদুর রাজ্জাককে জামিন দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এই আদেশ দেন।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মোহাম্মদ জুলফিকার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করলে বিচারক জামিনের আবেদন মঞ্জুর করেন।’
গত ২৯ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) মাস্ক জালিয়াতির ঘটনায় আবদুর রাজ্জাককে গ্রেপ্তার করে।
এদিকে দুদক সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের চিকিৎসা সরঞ্জাম কেনায় দুর্নীতির অভিযোগের তদন্তে গত জুলাই মাসে আবদুর রাজ্জাকসহ কয়েকজনকে তলব করে জিজ্ঞাসাবাদ করে দুদক। তলবের নোটিশে দুদক জানায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। অনিয়ম-দুর্নীতির মাধ্যমে কোভিড-১৯-এর চিকিৎসার জন্য নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জামাদি ক্রয় ও বিভিন্ন হাসপাতালে সরবরাহের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।