অন্যকে সংক্রমিত করার ঝুঁকিতে নেই ট্রাম্প : চিকিৎসক

0
0

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর অন্যদের সংক্রমিত করতে পারবেন না। তিনি অন্যকে সংক্রমিত করার ঝুঁকিতে নেই। শনিবার তার ডাক্তার এক বিবৃতিতে এ কথা জানান।

হোয়াইট হাউসের ডাক্তার সিন কনলে বলেন, ‘কোভিড পিসিআরের নমুনা পরীক্ষায় ট্রাম্পের দেহে সক্রিয়ভাবে ভাইরাস বৃদ্ধির কোন প্রমাণ মেলেনি। বরং তার শরীরে ভাইরাসের পরিমাণ কমে যাচ্ছে। তার দ্বারা অন্যরা সংক্রমিত হবে না।’

তিনি আরো বলেন, ‘১০ দিন আগে ট্রাম্পের শরীরে করোনার উপসর্গ দেখা দিয়েছিল। একদিন পর ২ অক্টোবর তিনি হাসপাতালে ভর্তি হন।’

তবে ট্রাম্প করোনামুক্ত হয়েছেন কিনা সে সম্পর্কে কনলে কিছু না জানিয়ে আরো বলেন, ‘ট্রাম্পের শরীরে জ্বর নেই। তার শারিরীক অবস্থার উন্নতি হচ্ছে।’

উল্লেখ্য, করোনা চিকিৎসার জন্য তিনদিন হাসপাতালে থাকা ট্রাম্প নির্বাচনী প্রচারণায় ফিরে যেতে মরিয়া হয়ে আছেন। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here