করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আরো ২৩ জনের মৃত্যু

0
0

নিজস্ব প্রতিবেদক : নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ হাজার ৫০০ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো এক হাজার ২০৩ জন আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত দেশে মোট তিন লাখ ৭৭ হাজার ৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে এক হাজার ৪৫৩ জন। এ নিয়ে দেশে মোট দুই লাখ ৯১ হাজার ৩৬৫ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০৯টি ল্যাবে ১০ হাজার ৮৫৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া এ সময়ে নমুনা সংগ্রহ হয়েছে ১০ হাজার ৬৭৩টি।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃত ২৩ জনের মধ্যে পুরুষ ১৫ ও নারী আটজন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচজন এবং ষাটোর্ধ্ব ১৬ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ১৯ জন এবং চট্টগ্রাম বিভাগের চারজন।

দেশে এ পর্যন্ত করোনায় চার হাজার ২৩৭ জন পুরুষের মৃত্যু হয়েছে এবং এক হাজার ২৬৩ জন নারী মারা গেছে।

দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু হয় গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। এ পর্যন্ত দেশে মোট ২০ লাখ ৬১ হাজার ৫২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here