আন্তর্জাতিক ডেস্ক: মহামারি নভেল করোনায় আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জনসম্মুখে আসছেন আগামীকাল শনিবার। স্থানীয় সময় শনিবার ফ্লোরিডায় নির্বাচনী প্রচার কার্যক্রমে যোগ দেবেন তিনি।
গতকাল বৃহস্পতিবার রাতে ফক্স নিউজ’কে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা জানান।
ট্রাম্প বলেন, ‘আমি মনে করি আমাদের যদি পর্যাপ্ত সময় থাকে তাহলে শনিবার রাতে একটি নির্বাচনী সমাবেশ করার চেষ্টা করবো। শনিবার রাতে আমি ফ্লোরিডায় ও একটি সমাবেশে যোগ দিতে চাই।’
ট্রাম্প আরও বলেন, রোববার তিনি পেনসিলভানিয়ায় আরেকটি সমাবেশে যোগ দিতে পারেন।
‘আমি সুস্থ অনুভব করছি’ উল্লেখ করে তিনি বলেন, তাঁর চিকিৎসক তাকে চলতি সপ্তাহের শেষ দিকে নির্বাচনী সমাবেশে পুনরায় যোগ দিতে পাররেন বলে সবুজ সংকেত দিয়েছেন।
ট্রাম্প সুস্থ বলে জানিয়েছেন তার চিকিৎসক। তবে ট্রাম্প করোনা নেগেটিভ কিনা তা জানাননি তারা।
এদিকে হোয়াইট হাউসের সব কর্মকর্তা ও অতিথিদের করোনা পরীক্ষার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট জো বাইডেনের সাথে ২২ অক্টোবর চূড়ান্ত বির্তকে সরাসরি অংশ নেবেন ট্রাম্প। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সংক্রান্ত অনুষ্ঠান থেকে ছড়িয়ে পড়ে করোনা। এ অবস্থায় ওই অনুষ্ঠানে উপস্থিতসহ সবাইকে করোনা পরীক্ষার নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস।