মৃত্যুঝুঁকি কমাচ্ছে গিলিয়াডের রেমডেসিভির, কমছে করোনামুক্তির সময়সীমা

0
0

শেয়ার বিজ ডেস্ক:যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক ও গবেষণা প্রতিষ্ঠান গিলিয়াড সায়েন্সেস ইনকরপোরেশন জানিয়েছে, তাদের তৈরি রেমডেসিভির ওষুধ নভেল করোনাভাইরাসের চিকিৎসায় ভালো ফল করছে। এটি করোনা থেকে সেরে ওঠার সময়সীমা পাঁচ দিনের মতো কমিয়ে আনছে। এ ছাড়া ওষুধটি উল্লেখযোগ্য হারে মৃত্যুঝুঁকিও কমিয়ে আনছে বলে জানিয়েছেন বিখ্যাত প্রতিষ্ঠান গিলিয়াডের বিজ্ঞানীরা। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এসব তথ্য জানানো হয়েছে।

রয়টার্স জানিয়েছে, অক্সিজেন পাওয়া কোনো রোগীকে যখন ওষুধটি দেওয়া হয়, তখন তার সেরে ওঠার সময় সাত দিন পর্যন্ত কমে যায়। গবেষকেরা এক হাজার ৬২ জন মানুষের ওপর এ গবেষণা চালিয়েছেন। এ-সংক্রান্ত নিবন্ধ প্রকাশিত হয়েছে ‘নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন’ সাময়িকীতে।

ভেকলারি ব্র্যান্ডের নামে বিক্রি হওয়া গিলিয়াডের রেমডেসিভির শুরু থেকেই ব্যাপকভাবে নভেল করোনাভাইরাসের চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে। সম্প্রতি করোনায় আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিকিৎসায়ও গিলিয়াডের রেমডেসিভির ব্যবহার করা হয়।

গত ১ মে থেকেই যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অনুমোদন নিয়ে যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর অন্যান্য দেশে করোনাভাইরাসের চিকিৎসায় সম্ভাব্য ওষুধ হিসেবে গিলিয়াডের রেমডেসিভির ব্যবহার করা হচ্ছে।

গিলিয়াডের দেওয়া তথ্যের বিশ্লেষণে দেখা গেছে, অক্সিজেন পাওয়া রোগীদের ক্ষেত্রে ১৫ দিনের চিকিৎসায় রেমডেসিভির রোগীর মৃত্যুঝুঁকি ৭২ শতাংশ কমায়। আর ২৯ দিনের চিকিৎসায় মৃত্যুঝুঁকি ৭০ শতাংশ কমে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউনিভার্সিটি অব নেব্রাস্কা মেডিকেল সেন্টারের সংক্রামক রোগ বিশেষজ্ঞ আন্দ্রে কালির বলেন, ‘আমাদের হাতে যে তথ্য-উপাত্ত আছে তাতে দেখা যাচ্ছে, অন্য রোগীদের চেয়ে অক্সিজেন নেওয়া রোগীদের ক্ষেত্রে রেমডেসিভির ভালোমতোই কাজ করছে এবং মৃত্যুঝুঁকি কমাচ্ছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here