ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে বিক্ষােভ অব্যাহত

0
0

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে নির্যাতনসহ সারাদেশে ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতন বেড়ে যাওয়ায় ধর্ষণের শাস্তি বাড়ানোর দাবি উঠেছে। ধর্ষণ-নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ চলছে রাজধানী ঢাকাসহ জেলায় জেলায়।

ধর্ষণের প্রতিবাদ, ধর্ষকদের কঠোর শাস্তিসহ দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করছেন শিক্ষার্থীরা। এসময় নারীদের জন্য বর্তমান সামাজিক ব্যবস্থার বৈরী অবস্থা তুলে ধরেন তারা। আজ বুধবার সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সেভ আওয়ার ওমেন এর ব্যানারে মানববন্ধন করেন সাধারণ শিক্ষার্থীরা।

দাবি জানান, ধর্ষকদের সর্বোচ্চ নয় একমাত্র সাজা ফাঁসির। এছাড়াও দ্রুততম সময়ের মধ্যে ধর্ষকদের সাজা কার্যকরের দাবি জানান তারা। নারীর প্রতি সহিংসতা, যৌন হয়রানি ও ধর্ষণ বন্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। ধর্ষকদের কঠোর শাস্তি এবং নির্যাতিত নারী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয় এসময়।

এছাড়া ধর্ষণ ও খুনের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নির্ধারণের দাবিও জানান বিক্ষুব্ধরা। রাজধানীর শাহবাগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে নারী নিপীড়নের তীব্র প্রতিবাদ জানানো হয়। দোষীদের কঠোর শান্তি নিশ্চিত করার দাবিতে খুলনা ও বগুড়ায় মানববন্ধন করছে সর্বস্থরের মানুষ।

আন্দোলনকারীরা ‘ধর্ষকের ঠাঁই নাই-এই সোনার বাংলায়, ধর্ষকের আস্তানা-ভেঙে দাও গুঁড়িয়ে দাও, উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে উত্তাল করে তোলে। যশোর প্রেসক্লাবের সামনে একই দাবিতে প্লাকার্ড নিয়ে প্রতিবাদ ও বিচারের দাবি জানিয়েছেন এক দম্পতি।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন স্বেচ্ছাচারী ছাত্র সংঘের আয়োজনে বালিয়াডাঙ্গী চৌরাস্তা মৌড়ে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

টাঙ্গাইলে শহরের শহীদ মিনার থেকে একটি মিছিল বের করে কলেজ শিক্ষার্থীরা মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।এ সময় প্রতিবাদ চলাকালে প্লেকার্ডে লেখা ছিলো মা তুমি বিবস্ত্র মানেই পুরো বাংলাদেশ বিবস্ত্র, যেই রাষ্ট্র ধর্ষকের সেই রাষ্ট্র আমার না, পাহার থেকে সমতল সকল নারীর নিরাপত্তা চাই, মায়ের জাতী বাঁচতে চায়, ধর্ষণ মুক্ত বাংলাদেশ চাই, বাংলাদেশে আর কত ধর্ষণ হলে তুমি জাগবে, বাংলাদেশে করোনার ভ্যাকসিনের চেয়ে ধর্ষনের ভ্যাকসিন বেশি দরকার, ধর্ষর্ণের সাস্তি একটাই মৃত্যৃদন্ড ইত্যাদি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here