ধর্ষকের কোন দল নেই: কাদের

0
0

নিজস্ব প্রতিবেদক: ধর্ষকের কোন দল নেই, কোন দলের আশ্রয়ে ধর্ষকরা যাতে পার না পায় তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি অযৌক্তিক নয় বলেও মন্তব্য করেছেন সেতুমন্ত্রী। আজ বুধবার তেজগাঁওয়ে সড়ক ভবনে তিনি এসব কথঅ বলেন। এসময় টেকসই ও নান্দনিক সড়ক নির্মাণে বিভিন্ন নির্দেশনাও দেন সেতুমন্ত্রী।

নারীর প্রতি অবমাননা রুখতে দলমত নির্বিশেষে সবাইকেই এক হয়ে কাজ করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ধর্ষকের কোনো দলমত নেই। কোন দলের আশ্রয় যেন অপরাধী পার পেয়ে না যায় তা নিশ্চিত করতে হবে। আশ্রয় প্রশ্রয়দাতাদেরও বিচারের আওতায় আনতে হবে বলে জানান তিনি।

এসময় সড়কের ডিজাইনের বিষয়ে যারা ভুল করবে তাদের বিষয়ে ব্যবস্থা নিতে সড়কের চীফ ইঞ্জিনিয়ারের প্রতি নির্দেশ দেন সেতুমন্ত্রী। সড়ক নির্মাণের কাজ খারাপ করলে ঠিকাদারের কাজ বন্ধ করে দিয়ে তাকে আর কাজ না দেওয়ার নির্দেশ দেন তিনি।

সেতু মন্ত্রী বলেন, নান্দনিক ভবনের চেয়ে নান্দনিক সড়ক চাই ইঞ্জিনিয়ারদের কাছে। এসময় ফ্লাইওভারের নিচে সৌন্দর্য বর্ধনের কথাও বলেন তিনি।

তিনি বলেন, শুধু ওভার লোডের কারণে রাস্তা নষ্ট হয় না। ভুল ডিজাইনের কারণেও রাস্তা নষ্ট হয়। রাষ্ট্রে অর্থ অপচয় রোধ করে সবাইকেই সঠিকভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন দেশে গণতান্ত্র আছে বলেই বিএনপির নেতারা প্রতিদিন কথা বলতে পারছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here