‘হেপাটাইটিস সি’ আবিষ্কার করে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

0
0

নিজস্ব প্রতিবেদক: চিকিৎসায় বিশেষ অবদানের জন্য এ বছরও তিনজনকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে। তাঁরা হলেন হার্ভে জে আল্টার (যুক্তরাষ্ট্র), চার্লস এম রাইস (যুক্তরাষ্ট্র) ও মিশেল হাউটন (যুক্তরাজ্য)। হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কারের জন্য তাঁরা এ পুরস্কারে ভূষিত হলেন।

সুইডেনের রাজধানী স্টকহোমে বাংলাদেশে সময় বিকেলে এক অনুষ্ঠানে নোবেল কমিটি এ ঘোষণা দেয়।

এর আগে চিকিৎসায় নোবেলের জন্য মনোনীত ব্যক্তি-প্রতিষ্ঠান বা সংক্ষিপ্ত তালিকা সম্পর্কে কিছু জানানো হয়নি। বরাবরের মতো সব নথি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে রেখে তা জনসাধারণের ধরাছোঁয়ার বাইরে রাখা হয়।

অক্সিজেনের প্রাপ্যতার সঙ্গে শরীরের কোষের সাড়া দেওয়ার প্রক্রিয়া নিয়ে গবেষণা করে গত বছর চিকিৎসাবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার অর্জন করেন মার্কিন ও ব্রিটিশ তিন বিজ্ঞানী।

ওই তিন নোবেলজয়ী হলেন মার্কিন চিকিৎসাবিদ উইলিয়াম জি. কেইলিন জুনিয়র, গ্রেগ এল সেমেনজা ও ব্রিটিশ চিকিৎসাবিদ স্যার পিটার জে. র‍্যাটক্লিফ। অক্সিজেনের উপস্থিতি পাওয়ার পর মানবদেহের কোষ কীভাবে সাড়া দেয়, সে বিষয় নিয়ে যুগান্তকরী গবেষণার স্বীকৃতি হিসেবে তাঁরা এই পুরস্কার পান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here