সৌদিয়া এয়ারলাইন্সের টোকেন-টিকিট দেয়া বন্ধ

0
0

 

নিজস্ব প্রতিবেদক: সৌদিয়া এয়ারলাইন্সের টিকিট পেতে সোনারগাঁও হোটেলে সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে বিক্ষোভ করছে সৌদি প্রবাসী শ্রমিকরা। এক পর্যায়ে হোটেলের গেট ভেঙ্গে ভেতরে ঢুকে পড়ে তারা। সড়ক বন্ধ করেও বিক্ষোভ করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। এসময়, হুড়োহুড়িতে আহত হন কয়েকজন। পরে টিকিট দেয়া বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এদিকে, মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সামনেও টিকিটর দাবিতে অবস্থান নিয়েছে মধ্যপ্রাচ্য প্রবাসীরা।

প্যাকেজ: সৌদি আরবের উড়োজাহাজের টিকেট পাওয়া নিয়ে চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রোববার টোকেনের জন্য মাত্র সাড়ে চারশো প্রত্যাশীকে ডাকা হলেও রাজধানীর কাওরানবাজারে সোনারগাঁও হোটেলের সামনে জড়ো হন হাজারো প্রাবাসী। সময়ের সাথে সাথে দীর্ঘ হতে থাকে টিকেট প্রত্যাশীদের লাইন।

এক পর্যায়ে প্রবাসীরা বিক্ষুব্ধ হয়ে সৌদি এয়ারলাইন্স কার্যালয়ের সামনে সোনারগঁও হোটেলের গেট ভেঙ্গে ভেতরে ঢোকার চেষ্টা করেন।

এসময়, পুলিশ তাদের বাধা দিলে দু’পক্ষের মধ্যে শুরু হয় ধাক্কাধাক্কি। পুলিশের বাধা উপেক্ষা করে ভেতরে ঢুকে সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে অবস্থান নেন বিক্ষুব্ধরা। পরে, অতিরিক্ত পুলিশ মোতায়েন করে নিয়ন্ত্রণে আনা হয় পরিস্থিতি।

এমন অবস্থায় টোকেন দেয়া বন্ধ করে দেয় সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ। তবে, ভিসার মেয়াদের ভিত্তিতে টোকেন দেয়ার দাবিতে এখনও অটল প্রবাসীরা।

এদিকে, সৌদি আরবসহ মধ্যপাচ্যের বিভিন্ন দেশে যাওয়ার টিকিট পাওয়া নিয়ে দুর্ভোগের শিকার প্রবাসীরা মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলইন্সের কার্যালয়ের সামনেও জড়ো হন। এতে আশাপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে, রাস্তা ছেড়ে কার্যালয়ের ভেতরে ঢুকে অবস্থান নেন প্রবাসীরা। মতিঝিলেও মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

গত ২৪ সেপ্টেম্বর থেকে টোকেনের মাধ্যমে টিকিট দেওয়া শুরু করে সৌদি এয়ারলাইন্স। কয়েকদিন বিরতির পর রোববার আবারো শুরু হয় টোকেন বিতরণ। যাদের ভিসা ও আকামার মেয়াদ ফুরিয়ে যাচ্ছে তাদেরকে আগে টিকিট দেয়ার দাবিতে বিক্ষোভ করে সৌদি প্রবাসীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here