আবারো বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন

0
0

নিজস্ব প্রতিবেদক: একপক্ষের আশা ছিল নীরব ভোটবিপ্লবের মাধ্যমে দেশের ফুটবল নেতৃত্বে পরিবর্তন আসবে। অন্যদিকে কাজী সালাউদ্দিনের প্রত্যাশা টানা চতুর্থবারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি হবেন। তবে সালাউদ্দিন-বিরোধীরা নির্বাচনে নিজেদের প্রত্যাশা পূরণ করতে পারেননি। বাফুফে নির্বাচনে ৯৪ ভোট পেয়ে জয়ী হয়ে আরও চার বছরের জন্য বাফুফের সভাপতি হয়েছেন কাজী সালাউদ্দিন।

নির্বাচনে সভাপতি পদে কাজী সালাউদ্দিনের প্রতিদ্বন্দ্বী ছিলেন বাফুফের সাবেক সহসভাপতি ও সাবেক ফুটবলার বাদল রায়। অসুস্থতার কথা বলে প্রথমে সরে দাঁড়ালেও গতকাল রাতে আবার নিজের প্রার্থিতার দাবি জানিয়েছেন বাদল রায়। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে আরও দাঁড়িয়েছিলেন সাবেক ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম (মানিক)। নির্বাচনে বাদল রায় পেয়েছেন ৪০ ভোট আর শফিকুল পেয়েছেন এক ভোট। নির্বাচনে মোট ভোট ছিল ১৩৯টি। এর মধ্যে জেলা ও বিভাগের ভোট ছিল ৭২টি। দুই কাউন্সিলর উপস্থিত ছিলেন না, ভোট দেননি আরও দুজন।

অন্যদিকে সিনিয়র সহসভাপতি পদেও নিরঙ্কুশ জয় পেয়েছেন সালাম মুর্শেদী। তার নামের পাশে জমা পড়েছে ৯১ ভোট এবং প্রতিদ্বন্দ্বী শেখ মোহাম্মদ আসলাম পেয়েছেন ৪৪ ভোট।

উল্লেখ্য, বাফুফে নির্বাচনে এবার ছিল প্রতিদ্বন্দ্বিতার আভাস। কাজী সালাউদ্দিনকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন তারই সাবেক দুই সহকর্মীÑএকজন বাদল রায়, অন্যজন শফিকুল ইসলাম মানিক। তাদের বাধা অতিক্রম করে আবারও বাফুফের মসনদে ৬৬ বছর বয়সি কাজী সালাউদ্দিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here