শীতের শুরুতে করোনার দ্বিতীয় ধাক্কার আশংকা

0
0

নিজস্ব প্রতিবেদক : শীতের শুরুতে করোনা ভাইরাসের দ্বিতীয় ধাক্কা আসতে পারে বলে আশংকা করছেন দেশের বিজ্ঞানীরা। সচেতন না হলে দ্বিতীয় ধাপ ভয়াবহ হয়ে উঠতে পারে বলেও আশংকা তাদের। সম্ভাব্য এই ধাক্কা সামলাতে সরকারি তরফ থেকেও প্রস্তুতি শুরু হয়েছে। তবে, আগের মত সাধারণ ছুটিতে ফেরার কোন সম্ভাবনা নেই বলেও জানিয়েছে সরকারি সূত্র।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিশেষজ্ঞ প্রতিবেদনে আভাস দেয়া হয়েছে- শীতকালে করোনা অতিমারীর সংক্রমণ বাড়তে পারে। এরইমধ্যে ইউরোপের বিভিন্ন দেশে সংক্রমণ বাড়তে শুরু করেছে। ফলে নতুন করে বিধিনিষেধ আরোপ করা হয়েছে কোন কোন দেশে।

বাংলাদেশে করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে থাকায় স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে মানুষের মধ্যে উদাসীনতা চলে এসেছে।

জীবাণু গবেষকরা বলছেন, আবহাওয়ার সাথে করোনা ভাইরাসের সরাসরি কোন সম্পৃক্ততা নেই। কিন্তু, শীতকাল আদ্র মৌসুম হওয়ায় বিভিন্ন ধরণের জীবাণুর প্রকোপ বাড়াতে সহায়ক হয়। এ জন্য শীতে করোনা ভাইরাস সংক্রমণ বাড়তে পারে বলে আশংকা তাঁদের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, করোনা অতিমারীর সম্ভাব্য দ্বিতীয় ধাক্কা সামাল দিতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। করোনার নমুনা পরীক্ষার পরিসর বাড়ানো হয়েছে। এরই মধ্যে দেয়া হয়েছে এন্টিজেন পরীক্ষার অনুমোদন। হাসপাতালের শয্যা ও আইসিইউ সংখ্যা বাড়ানোর ব্যবস্থাও নেয়া হয়েছে। এছাড়া, ভ্যাকসিন আনতে বিভিন্ন দেশের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে বাংলাদেশ।

তবে, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চললে দ্বিতীয় ধাপেও করোনা দেশে খুব একটা খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে পারবেনা বলে মনে করছেন, স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here