পরমাণু অস্ত্র নিরোধে জাতিসংঘে পররাষ্ট্রমন্ত্রীর ৪ দফা

0
0

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার আহ্বান জানালেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। জাতিসংঘের একটি প্লেনারি অধিবেশনে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। এ লক্ষে চার দফা প্রস্তাব পেশ করেন তিনি।

আজ শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আন্তর্জাতিক পরমাণু অস্ত্র নিরোধ দিবস উপলক্ষে এই অধিবেশনের আয়োজন করা হয়। সেখানে অংশ নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে এই আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।

পররাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবিত চার দফা হলো, পরমাণু অস্ত্র ফ্রি জোন প্রতিষ্ঠা, মানব কল্যাণে পরমাণু প্রযুক্তি ব্যবহার, সন্ত্রাসবাদী গোষ্ঠীর কাছে পরমাণু অস্ত্র যেন কোনোভাবেই না যায়- সেই পদক্ষেপ গ্রহণ ও পরমাণু অস্ত্র নিরোধে জনসচেতনতা গড়ে তোলা।

উল্লেখ‌্য, ২০১৯ সালে বাংলাদেশ জাতিসংঘের পরমাণু অস্ত্র নিরোধ চুক্তিতে সই করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here