সাহেদ ধুরন্ধর ভদ্রবেশী: বিচারক

0
0

নিজস্ব প্রতিবেদক: করোনার নমুনা পরীক্ষায় জালিয়াতের অভিযোগে গ্রেফতার রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ করিমকে অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এই আইনের অপর ধারায় সাহেদকে সাত বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। উভয় ধারা একসঙ্গে কার্যকর হবে। মামলার রায় ঘোষণার সময় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছেন আদালত। এ সময় বিচারক সাহেদকে ধুরন্ধর ভদ্রবেশি বলে মন্তব্য করেন।

আজ (সোমবার) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ পর্যবেক্ষণ দেন। রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, “আমাদের এই সমাজে সাহেদের মতো ভদ্রবেশে অনেক লোক রয়েছে, যাদের জন্য এই মামলার রায় একটি বার্তা হিসেবে কাজ করবে।

বিচারক রায় ঘোষণার সময় আরো বলেন, “সাহেদ ২০ লাখ টাকা লোন নিয়ে গাড়িটি ক্রয় করেন। কিন্তু তিনি আদালতের কাছে স্বীকার করেননি। সাহেদ আদালতের কাছে মিথ্যা তথ্য দেন। তিনি অত্যন্ত চালাক ও ধুরন্ধর ব্যক্তি। গাড়িতে অস্ত্র রাখার বিষয়টি প্রমাণিত হওয়ায় আদালতের কাছে তিনি কোনো অনুকম্পা পেতে পারেন না।”

আদালত আরো বলেন, এই সমাজে সাহেদের মতো আরও ভদ্রবেশি লোক রয়েছে। এই মামলায় রায় তাদের জন্য দৃষ্টান্ত হিসেবে কাজ করবে।

সাহেদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে প্রথম কোনো মামলার রায় এটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here