টেনশনে আব্বার হার্ট ফেল করেছিল : আনাস মাদানী

0
0

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী বড় মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর ছোট ছেলে মাওলানা আনাস মাদানী দাবি করছেন, হাটহাজারী মাদ্রাসায় কয়েক দিনের ঘটনাপ্রবাহ এবং উদ্ভূত পরিস্থিতির কারণে ‘টেনশনে’ তাঁর বাবার ‘হার্ট ফেল’ (হৃৎপিণ্ড অকার্যকর বা হার্ট ফেইলিওর) হয়েছিল।

রাজধানীর পুরান ঢাকার গেণ্ডারিয়ার ধূপখোলা মাঠের পাশে অবস্থিত আজগর আলী হাসপাতালে গতকাল শুক্রবার সন্ধ্যায় আহমদ শফীর মৃত্যুর পর তাঁর বড় ছেলে ও রাঙ্গুনিয়ার পাখিয়ারটিলা কওমি মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ ইউসুফ মাদানী বলেছিলেন, ‘উনাকে (আহমদ শফী) রাতেই হাটহাজারী মাদ্রাসায় নিয়ে যাওয়া হবে। শনিবার (আজ) বাদ জোহর মাদ্রাসা প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মাদ্রাসার কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।’

এ ছাড়া আহমদ শফীর ছোট ছেলে আনাস মাদানী গতকাল শুক্রবার বলেন, ‘আমার আব্বা দীর্ঘদিন রোগে ভুগলেও ভালোর দিকে ছিলেন। গতকাল (বৃহস্পতিবার) অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আব্বাজান হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন এবং উনাকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়। সেখানকার ডাক্তাররা আমাকে ফোন দিয়ে বলেছেন, আব্বা টেনশনের কারণে হার্ট ফেল করেছিলেন। সে জন্যই আজ এ অবস্থা।’

হাটহাজারীর ঘটনার কথা জিজ্ঞেস করলে আনাস মাদানী বলেন, ‘এ অবস্থায় ভারাক্রান্ত হৃদয় নিয়ে ওই কথাগুলো আমি কিছু বলতে চাই না।’

চট্টগ্রামে হাটহাজারী মাদ্রাসায় টানা দুদিনের বিক্ষোভের জের ধরে একপর্যায়ে অবরুদ্ধই ছিলেন মাদ্রাসার গত ৩০ বছরের পরিচালক ও হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী।

মাদ্রাসার কর্তৃত্ব নিয়ে দুপক্ষের মধ্যকার বিরোধের জের ধরে মাদ্রাসার ভেতরে ভাঙচুর ও বিক্ষোভের পর বিক্ষোভকারীরা যেসব দাবি জানিয়েছিল, তার মধ্যে ছিল আহমদ শফীর সম্মানজনক অব্যাহতির বিষয়টিও।

মাদ্রাসায় যাঁরা বিক্ষোভ করেছিলেন, তাঁদের দাবির মুখে বৃহস্পতিবার রাতের শূরা বৈঠকে নিজের অব্যাহতির পাশাপাশি ছেলে আনাস মাদানীকেও স্থায়ীভাবে মাদ্রাসা থেকে বরখাস্তের সিদ্ধান্ত দিয়েছিলেন আহমদ শফী।

মাদানী জানান, আহমদ শফীর ইচ্ছে অনুযায়ী তাঁর একটিই জানাজা হবে আজ শনিবার দুপুর ২টায় হাটহাজারী মাদ্রাসায় এবং এর পর সেখানকার কবরস্থানেই তাঁকে দাফন করা হবে।

আনাস মাদানী বলেন, ‘আমার আব্বা সারা জীবন এক জানাজার পক্ষে ছিলেন। এটাকে কেউ ভিন্ন খাতে নিয়ে বিভ্রান্তি তৈরি করবেন না দয়া করে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here