‘বিদ্যুতের অবৈধ সংযোগ ও গ্যাস লিকেজই মসজিদে আগুনের কারণ’

0
19

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুতের অবৈধ সংযোগ ও গ্যাস পাইপ লাইনের লিকেজই নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণ ও আগুন লাগার কারণ। তিতাস গ্যাস কর্তৃপক্ষের তদন্ত কমিটির প্রতিবেদনে এমন তথ্য দেয়া হয়েছে। তাদের প্রতিবেদনটি আজ (বৃহস্পতিবার) বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে জমা দেয়া হয়েছে। একই সাথে মসজিদ কমিটির অবহেলা প্রমাণতি হয়েছে তিতাসের অনুসন্ধানে। এদিকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেছেন, এ ঘটনায় তিতাস ও বিদ্যুৎ কর্তৃপক্ষ দায় এড়াতে পারে না।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদের হাতে এই তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তদন্ত প্রতিবেদন হস্তান্তর করে অনুসন্ধানী দলের প্রধান আব্দুল ওহাব জানান, ১৯৯৮ সালে স্থাপিত তিতাস গ্যাসের লাইনের উপরে তৈরি করা হয়েছিল নারায়ণগঞ্জের পশ্চিমতল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদ। মসজিদের একটি অংশ ওই লাইনের উপর ছিল। ফাউন্ডেশনের নিচে দু’টি পরিত্যক্ত রাইজার ছিল। এছাড়া গ্যাস লাইনে একাধিক লিকেজ শনাক্ত করেছে তদন্ত কমিটি।

মসজিদ নির্মাণে যথাযথ কর্র্তৃপক্ষের কোন অনুমতি নেয়নি মসজিদ কমিটি। গ্যাস লিকেজের বিষয়ে তিতাসকে কিছুই জানায়নি তারা। এছাড়া মসজিদে ছিলো বিদ্যুতের বৈধ ও অবৈধ দুটি সংযোগ। একটি লাইনের বিদ্যুত চলে যাওয়ার পর সুইচ পরিবর্তন করার সময় স্পার্ক করে মসজিদে জমে থাকা গ্যাস বিস্ফোরণ হয়ে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। গ্যাস লাইনের লিকেজ ও বৈদ্যুতিক ত্র“টি থেকেই আগুন ও এসি বিস্ফোরনের ঘটনা বলে দাবি করেন তিনি।

এদিকে বিদ্যুত জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, এই ঘটনায় বিদ্যুত ও গ্যাস ডিস্টিবিউশন কোম্পানীগুলো কোন ভাবেই দায় এড়াতে পারে না। কিছু কিছু ক্ষেত্রে এখানো দুর্নীতি আছে বলেই এসব দুর্ঘটনা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

গত ৪ সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে অর্ধশতাধিক মানুষ দগ্ধ হন। পুড়ে যায় ছয়টি এসি। উড়ে গেছে থাই জানালার গ্লাস। বিস্ফোরণে দগ্ধদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৩৭ জনকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত শিশুসহ ৩১ জনের মৃত্যু হয়েছে। একজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আর বাকি পাঁচজন এখনো ইনস্টিটিউটের আইসিউতে চিকিসাধীন আছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক। এ ঘটনায় তিতাসের চার কর্মকর্তাসহ আটজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here