গণতন্ত্র রক্ষা ও আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে বিএনপি: রিজভী

0
0

 

নিজস্ব প্রতিবেদক: গণতন্ত্র রক্ষা ও আন্দোলনের অংশ হিসেবে বিএনপি আসন্ন উপ-নির্বাচনে অংশগ্রহণ করছেন বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শুক্রবার দলটির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন জমা দেওয়ার সময় সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

রিজভী জানান, কাউকে ফাঁকা মাঠে গোল দিতে দেয়া হবে না। প্রশাসন ও নির্বাচন কমিশন এ নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা রাখবে বলেও আশা করেন তিনি।

এদিকে চারটি উপ-নির্বাচনে আজ (শুক্রবার) দুপুর পর্যন্ত বিএনপি থেকে দলীয় মনোনয়ন জমা দিয়েছেন ঢাকা ১৮ আসন থেকে এস এম জাহাঙ্গীর ও ইশতিয়াক আজিজ উলফাত, নওগাঁ ৬ আসন থেকে আনোয়ার হোসেন বুলু।

তবে এ পর্যন্ত বিএনপির দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন ২৫ জন। আজ (শুক্রবার) মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। আগামীকাল থেকে প্রার্থীদের সাক্ষাৎকার নিবে দলটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here