বেড়েছে স্বর্ণের দাম, ভরি ৭৪ হাজার ৮০০ টাকা

0
0

নিজস্ব প্রতিবেদক: আবার বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে এক হাজার ৭৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। সারা দেশে আজ বৃহস্পতিবার থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে। এখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের অলংকারের দাম হচ্ছে ৭৪ হাজার ৮০০ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি গতকাল বুধবার রাতে স্বর্ণের দাম বৃদ্ধির এ সিদ্ধান্ত নেয়। এর আগে কয়েক দফা দাম বাড়ানোর পর গত ২১ আগস্ট স্বর্ণের দাম ভরিতে এক হাজার ৪৫৮ টাকা কমানো হয়েছিল।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকারের দাম এখন ৭৪ হাজার ৮০০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার অলংকারের দাম ৭০ হাজার ৮৫৮ টাকা, ১৮ ক্যারেট ৬২ হাজার ১১০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরি ৫১ হাজার ৭৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম কার্যকর করার আগে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার অলংকারের দাম ছিল ৭২ হাজার ২৫৮ টাকা, ২১ ক্যারেট ৬৯ হাজার ১০৯ টাকা, ১৮ ক্যারেট ৬০ হাজার ৩৬১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হয়েছে ৫০ হাজার ৩৯ টাকায়।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির সভাপতির বিবৃতিতে বলা হয়েছে, করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট, চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধের কারণে মার্কিন ডলারের প্রাধান্য খর্ব, তেলের দর পতনসহ নানা জটিল অর্থনৈতিক সমীকরণের মাঝে গত ১৩ ও ২১ আগস্ট দুই দফায় স্বর্ণের দাম কমানো হয়। বর্তমানে বুলিয়ন মার্কেটে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। সার্বিক অবস্থা বিবেচনা করে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here