মসজিদে বিস্ফারণের দায় সবার- হাইকোর্ট; ক্ষতিপূরণের নির্দেশ

0
0

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জে মসজিদে অগ্নিকাণ্ডে তিতাস, বিপিডিসি, রাজউক, মসজিদ কমিটি এই চার সংগঠনেরই দায় রয়েছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। এছাড়া মসজিদে অগ্নিকান্ডের ঘটনায় নিহত এবং আহত ৩৭ পরিবারকে ৫০ লাখ টাকা করে কেন দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট । একইসাথে ক্ষতিগ্রস্ত ৩৭ জনের পরিবারকে ৫ লাখ করে সাত দিনের মধ্যে ক্ষতিপূরণ দিতে তিতাসকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) এশার নামাজের সময় মসজিদের ভেতরে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অর্ধশত মানুষ আহত হয়। দগ্ধ হয়ে ৩৭ জন চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এর মধ্যে ২৮ জন মারা গেছে। ২৬ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে ১৪ জনকে নারায়ণগঞ্জে ও বাকিদেরকে তাদের নিজ জেলার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here