আবরার হত্যা; ১৫ সেপ্টেম্বর অভিযোগ গঠন

0
0

নিজস্ব প্রতিবেদক: বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার অভিযোগ গঠনের আদেশের জন্য আগামী ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) দিন ধার্য করেছেন আদালত। আজ বুধবার সকালে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামানের আদালতে অভিযোগ গঠনের শুনানি শেষে এই সিদ্ধান্ত দেওয়া হয়।

এর আগে অভিযুক্ত ২৫ আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। গত ১৩ জানুয়ারি চাঞ্চল্যকর এই মামলাটি বিচারের জন্য মহানগর দায়রা জজ আদালতে পাঠানোর নির্দেশ দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত।

গত বছর ১৩ নভেম্বর ২৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা ও মহানগর গোয়েন্দা (ডিবি) শাখার পরিদর্শক ওয়াহেদুজ্জামান।

২০১৯ সালের গত ৭ অক্টোবর বুয়েটের আবাসিক হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আবরারের বাবা বরকত উল্লাহ চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার অভিযুক্ত ২৫ জনের মধ্যে এজাহারভুক্ত আসামি ১৯ জন। এছাড়া তদন্তে আরও ছয়জনকে অভিযুক্ত করা হয়। এর মধ্যে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে আটজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here