করোনায় ২৪ ঘণ্টায় ৩৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৮৯২

0
26

নিজস্ব প্রতিবেদক: নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ৫৫২ জন হয়েছে। নতুন করে আরো এক হাজার ৮৯২ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট তিন লাখ ২৯ হাজার ২৫১ জন করোনায় আক্রান্ত হলো। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে তিন হাজার ২৩৬ জন। এ নিয়ে দেশে মোট দুই লাখ ২৭ হাজার ৮০৯ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৯৪টি ল্যাবে ১৫ হাজার ১৪২টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করা হয় ১৪ হাজার ৯৭৩টি।

গত ২৪ ঘণ্টায় মৃত ৩৬ জনের মধ্যে পুরুষ ১৯ ও নারী ১৭ জন। দেশে এ পর্যন্ত করোনায় তিন হাজার ৫৫৩ জন পুরুষের মৃত্যু হয়েছে এবং নারী মারা গেছে ৯৯৯ জন। এ ছাড়া মৃতদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে দুজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয়জন ও ষাটোর্ধ্ব ২২ জন।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রাম বিভাগে ছয়জন, রাজশাহী বিভাগে দুজন, খুলনা বিভাগে আটজন, বরিশাল বিভাগে দুজন, সিলেট বিভাগে একজন ও রংপুর বিভাগে একজন । এ ছাড়া হাসপাতালে মৃত্যুবরণ করেছে ৩৫ জন ও বাড়িতে একজন।

দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। এ পর্যন্ত ১৬ লাখ ৫৯ হাজার ৬৯৭ জনের করোনাভাইরাসের পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে তিন লাখ ২৯ হাজার ২৫১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here