আগামী বছরের আগে করোনার টিকা আসবেনা!

0
0

আন্তর্জাতিক ডেস্ক: আগামী বছরের মাাঝামাঝি সময়ের আগে করোনাভাইরাসের টিকা পাওয়ার ব্যাপারে আশাবাদী নয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভ্যাকসিনগুলির কার্যকারিতা ও নিরাপত্তা যাচাইয়ের ওপর গুরুত্ব আরোপ করে সংস্থার মুখপাত্র মার্গারেট হ্যারিস একথা জানিয়েছেন। তিনি বলেন, বেশ কয়েকটি ভ্যাকসিন এখন পরীক্ষার পর্যায়ে রয়েছে। কিন্তু সেই ক্লিনিক্যাল ট্রায়ালে এখনও পর্যন্ত কোনও ভ্যাকসিন থেকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাঙ্খিত কার্যকরীতাও দেখতে পাননি তারা।

গত আগস্টে রাশিয়া মানব শরীরে পরীক্ষার দুই মাসের মধ্যেই একটি কোভিড-১৯ ভ্যাকসিনকে প্রয়োজনীয় ছাড়পত্র দিয়েছিল। তবে এরইমধ্যে ওই ভ্যাকসিনের কার্যকারিতা ও নিরাপত্তা সম্পর্কে অনেক পশ্চিমা বিশেষজ্ঞই প্রশ্ন তুলেছেন। অন্যদিকে, মার্কিন গবেষকরা আরেকটি ভ্যাকসিন আগামী অক্টোবরের শেষের দিকে বাজারে আনার কথা জানান। আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের কয়েকদিন আগে এই ভ্যাকসিন বিতরণের জন্য তৈরি হয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। আমেরিকার ভোটে করোনা অতিমারী অন্যতম ইস্যু। এতে দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ভাগ্যও নির্ধারণ হবে বলে মনে করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে কোনও নির্দিষ্ট ভ্যাকসিনের নাম উলে­খ না করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র মার্গারেট হ্যারিস বলেন, আগামী বছরের মাঝামাঝি সময়ের আগে ব্যাপক হারে ভ্যাকসিন দেয়ার আশা করছেন না তারা। তৃতীয় পর্যায়ের পরীক্ষার সময় আরো দীর্ঘ হতে পারে। ভ্যাকসিনটি কতটা নিরাপদ তাও দেখার দরকার রয়েছে। হ্যারিস আরো জানান, ট্রায়ালগুলির সমস্ত তথ্য জানানো উচিত ও তুলনা করে দেখা উচিত। এছাড়াও পরীক্ষামূলকভাবে মানব শরীরে ভ্যাকসিন প্রয়োগ করা হলেও সেই ভ্যাকসিনে কাজ হল কিনা, তাও জানানো জরুরী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here