বিশ্বে করোনায় মৃত্যু ৮ লাখ ৬১ হাজার ছাড়ালো

0
14

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আট মাসে মৃতের সংখ্যা আট লাখ ৬১ হাজার ছাড়িয়েছে। আর ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৫৯ লাখের বেশি।

গত বছরের ডিসেম্বেরর শেষের দিকে চীনের উহানে প্রথম এই প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত ২১৩টি দেশ ও অঞ্চলে তাণ্ডব চালাচ্ছে এই ভাইরাস। সংক্রমণ শুরুর দেড় মাসের মধ্যে এন্টার্কটিকা বাদে সব মহাদেশেই ধরা পড়ে রোগী। পরে গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

পরিসংখ্যান থেকে জানা যায়, আক্রান্তের অর্ধেকেরও বেশি ঘটেছে যুক্তরাষ্ট্রে এবং ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোতে।

জরিপ পর্যালোচনাকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, বৈশ্বিক এ মহামারিতে আক্রান্তের হার দ্রুত বৃদ্ধি অব্যাহত থাকায় এ সংখ্যা বেড়ে হয়েছে দুই কোটি ৫৯ লাখ ৭০৫ জন। আর বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ৬১ হাজার ২৫১ জনে। ভাইরাসটিতে আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছে এক কোটি ৮১ লাখ ৯৩ হাজার ৬১২ জন।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এ ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যায় সবার উপরে যুক্তরাষ্ট্র। সবচেয়ে বিপর্যস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ৬২ লাখ ৫৭ হাজার ২৩৬ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে এক লাখ ৮৮ হাজার ৯০০ জনের।

এদিকে দেশটির মধ্যপশ্চিমাঞ্চলীয় অনেকগুলো অঙ্গরাজ্য- আইওয়া, নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা, মিনেসোটা, মন্টানা ও আইডাহোতে নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

করোনায় সারা বিশ্বই বিপর্যস্ত। তবে লাতিন আমেরিকার অবস্থা আরো সঙ্গীন। সংক্রমণের দিক দিয়ে এই মহাদেশের অন্তত পাঁচটি দেশই তালিকার প্রথম ১০’এর মধ্যে রয়েছে। ব্রাজিল ছাড়া পেরু, কলম্বিয়া, মেক্সিকো, চিলি রয়েছে প্রথম ১০’এ, আর আর্জেন্টিনা রয়েছে তালিকার ১১ নম্বরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here