নিজস্ব প্রতিবেদক: বৈরি আবহাওয়ার কারণে সকাল আজ বুধবার থেকে ১১ টা থেকে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে সকল লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। বৈরি আবহাওয়া বিরাজ করায় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। বিআইডব্লিউটিএ’র কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, বৈরি আবহাওয়ার কারনে বুধবার বেলা ১২ টার দিকে লঞ্চ ও স্পিডবোট বন্ধ রাখা হয়। সকাল থেকে বাতাস ও গুড়িগুড়ি বৃষ্টির কারনে উত্তাল হয়ে উঠেছে পদ্মা। বেলা ১২ টার দিকে বাতাসের মাত্রা বেড়ে গেলে ঝুঁকি এড়াতে নৌরুটে লঞ্চ ও স্পিডবোট বন্ধ রাখা হয়। তবে সীমিত আকারে ফেরি চলাচল করছে।
বিআইডব্লিউটিএ’র কাঁঠালবাড়ী লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন,’বৈরি আবহাওয়ার কারনে বেলা ১১ টার দিকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে কর্তৃপক্ষের নির্দেশে চলাচল শুরু করবে।’