সিনহা হত্যা: পুলিশের মামলার ৩ সাক্ষী আবারও ৪ দিনের রিমান্ডে

0
21

নিজস্ব প্রতিবেদক: অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার ঘটনায় পুলিশের করা মামলার ৩ সাক্ষীর আবারও চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। কক্সবাজারের টেকনাফ উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন।

আজ মঙ্গলবার সকালে তিন আসামি নুরুল আমিন, নিজাম উদ্দিন ও আয়াশকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করে র‌্যাব এর তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত তাদের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, প্রথম দফার ৭ দিনের রিমান্ডে ছিলো ওই তিন আসামি। এদিকে, দ্বিতীয় দফা রিমান্ডে ওসি প্রদীপ, পরিদর্শক লিয়াকত ও এসআই নন্দদুলাল রক্ষিতসহ প্রধান তিন আসামির জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। বাকি চার পুলিশকে সুবিধাজনক সময়ে দ্বিতীয় দফায় রিমান্ডে নেয়া হবে ।

প্রসঙ্গত, গত ৩১শে জুলাই রাতে টেকনাফের পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে কক্সবাজার মেরিন ড্রাইভ দিয়ে হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা রাশেদ খান। তখন হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা দিতে উল্টো মামলা করেছিলো পুলিশ।

পরে, ৫ই আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওসি প্রদীপ কুমার দাশ, ইন্সপেক্টর লিয়াকত ও নন্দদুলাল রক্ষিতসহ ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here