আন্তর্জাতিক ডেস্ক: ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের পরিচালনাকারী প্রতিষ্ঠান বাইটড্যান্সের সঙ্গে সব ধরনের লেনদেন বন্ধের নির্বাহী আদেশ জারি করায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে প্রতিষ্ঠানটি।
সোমবার করা এই মামলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় এবং বাণিজ্যমন্ত্রী উইলবার রসকে আসামি করা হয়েছে। ট্রাম্প প্রশাসন নির্বাহী আদেশের অপব্যবহার করেছেন বলে দাবি টিকটকের।
প্রতিষ্ঠানটি বলছে, যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি না হওয়া সত্ত্বেও রাজনৈতিক কারণে টিকটকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন ট্রাম্প।
ট্রাম্পের নির্বাহী আদেশ অনুযায়ী, সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে টিকটক পরিচালনাকারী প্রতিষ্ঠান বাইটড্যান্সের সঙ্গে সব লেনদেন বন্ধ হয়ে যাবে। টিকটিক মার্কিন ব্যবহারকারীদের তথ্য চীনা সরকারের কাছে সরবরাহ করতে পারে বলে উদ্বিগ্ন ওয়াশিংটন।