নিজস্ব প্রতিবেদক: কালো টাকা সাদা করার সুযোগে এখনো তেমন সাড়া পাওয়া যায়নি। তবে পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগ হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো রহমাতুল মুনিম।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবনে এক অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। এনবিআর চেয়ারম্যান জানান, এবারের অর্থ আইনের আওতায় কালো টাকা (অপ্রদর্শিত অর্থ) সাদা হলে দুদক প্রশ্ন তুলতে পারবে না। এজন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে ব্রিফ করা হয়েছে বলেও জানান তিনি।
এনবিআর চেয়ারম্যান বলেন, নির্ধারিত কর দিয়ে বৈধ করা সম্পদের বিষয়ে কোনো সংস্থা প্রশ্ন তুললে ওই ব্যক্তি উচ্চ আদালতে যেতে পারবেন।
অনুষ্ঠানে ঢাকা ও চট্টগ্রামে ১০০ ব্যবসা প্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে ইএফডি মেশিন চালুর পাইলটিংয়ের উদ্বোধন করা হয়। ইএফডি মেশিনে কেনাকাটা করা ক্রেতাদের ইনসেন্টিভ দেয়ার ঘোষণা দেন এনবিআর চেয়ারম্যান। জানান, রাজস্ব আয় বাড়াতে অটোমেশনের পাশাপাশি বকেয়া আদায়ে জোর দেয়া হচ্ছে।