ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি

0
17

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনে (ইসি) দলের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ২০১৯ সালের দলটির আয়-ব্যয়ের হিসাব জমা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ সময় ইসির সিনিয়র সচিব আলমগীর হোসেন বিএনপির আয়-ব্যয়ের হিসাব রিজভীর কাছে থেকে গ্রহণ করেন।

এর আগে গত বছরের ৩০ জুলাই ইসিতে দেওয়া আয়-ব্যয়ের হিসাব অনুযায়ী, ২০১৮ সালে বিএনপির আয় বৃদ্ধি দেখানো হয়েছিল। সেই সঙ্গে ২০১৭ সালের চেয়ে ব্যয়ও কম হয়েছিল বলে হিসাবে উল্লেখ করা হয়েছিল।

গতবার ইসিতে দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সাংবাদিকদের বলেছিলেন, ‘২০১৮ সালে দলের আয় হয়েছে নয় কোটি ৮৬ লাখ ৫৬ হাজার ৩৮০ টাকা। আর ব্যয় হয়েছে তিন কোটি ৭৩ লাখ ২৯ হাজার ১৪৩ টাকা। দলীয় তহবিলে জমা আছে ছয় কোটি ১৩ লাখ ২৭ হাজার ২৩৭ টাকা।’

গেল বছর ইসিতে জমা দেওয়া আয়-ব্যয়ের হিসাবে বিএনপির মূল আয় দেখানো হয়েছিল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম বিক্রি, দলীয় সদস্যদের মাসিক চাঁদা ও এককালীন অনুদান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here