খালেদা জিয়ার আরও চার মামলার কার্যক্রম স্থগিত থাকছে

0
12

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দারুসসালাম ও যাত্রাবাড়ী থানায় করা আরো চার মামলার কার্যক্রম স্থগিতই থাকছে। ২০১৫ সালের এই চার মামলায় হাইকোর্টের দেয়া স্থগিতাদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে এসব মামলা বাতিল প্রশ্নে হাইকোর্টের জারি করা রুল নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়েছে। আজ রোববার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ভার্চুয়াল আপিল বেঞ্চ এই আদেশ দেয়।

আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর তার সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। আর খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন ও বদরুদ্দোজা বাদল।

আজকের এই আদেশের ফলে চার মামলার কার্যক্রম স্থগিতই থাকছে বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবীরা।

এর আগে খালেদা জিয়ার বিরুদ্ধে দারুসসালাম ও যাত্রাবাড়ী থানায় করা আরো চার মামলার ক্ষেত্রে গত ১৭ আগস্ট একই আদেশ দেন সর্বোচ্চ আদালত।

২০১৪ সালে বিএনপিসহ ২০ দলের ডাকা হরতাল-অবরোধের সময় বাসে আগুন, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ, মানুষ হত্যাসহ সহিংসতার ঘটনায় ঢাকায় করা ১১টি মামলায় ২০১৫ সালে অভিযোগপত্র দেয় পুলিশ।

এসব মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়। যার মধ্যে যাত্রাবাড়ী থানায় ৩টি ও দারুস সালাম থানায় ৮টি মামলা রয়েছে। এই ১১টি মামলার মধ্যে ৮টি ঢাকার বিশেষ আদালতে, অন্য ৩টি মহানগর দায়রা জজ আদালতে অভিযোগ গঠন বিষয়ে শুনানি পর্যায়ে রয়েছে।

অন্যদিকে আজ আপিল বিভাগ যে চারটি মামলার কার্যক্রম স্থগিত রেখেছে তার মধ্যে বিশেষ ক্ষমতা আইনে ২০১৫ সালের ২৪ জানুয়ারি যাত্রবাড়ী থানায় দুটি ও ২৯ জানুয়ারি দারুসসালাম থানায় একটি মামলা হয়। আর একই বছরের ৩ মার্চ সহিংসতার অভিযোগের আরেকটি মামলাটি হয় দারুসসালাম থানায়।

এরপর ২০১৬ সালে মামলায় অভিযোগপত্র আমলে নেওয়া হলে এর বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৭ সালে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। সে আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট এই চার মামলার কার্যক্রম স্থগিতের পাশাপাশি রুল জারি করেন। আর এই রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত খালেদা জিয়া এসব মামলায় জামিনে থাকবেন বলে আদেশে বলেন হাইকোর্ট।

পরবর্তীতে হাইকোর্টর এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আজ সর্বোচ্চ আদালত রাষ্ট্রপক্ষের ওই আবেদন নিষ্পত্তি করে আদেশ দেয়।

এর আগে গত ১৭ আগস্ট খালেদা জিয়ার বিরুদ্ধে দারুসসালাম ও যাত্রাবাড়ী থানায় নাশকতা ও সহিংসতার অভিযোগের আরো চার মামলার কার‌্যক্রম স্থগিত রেখে রুল নিষ্পত্তির আদেশ দিয়েছিল আপিল বিভাগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here