নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, অতীতে বিদ্যুত নিয়ে এ দেশে নানা কাহিনী রয়েছে। বিদ্যুৎ সংযোগের নামে মাইলের পর মাইল খাম্বা স্থাপন করে বিএনপি মানুষের সাথে ধোঁকাবাজি করেছিল। আজ বুধবার ঢাকা থেকে জুম এ্যাপসের মাধ্যমে সংযুক্ত হয়ে ওয়েষ্টার্ন জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন লিমিটেডের আয়োজনে ওজোপাডিকো স্মার্ট প্রি পেমেন্ট মিটার স্থাপনের শুভ উদ্বোধনকালে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর গত ১১ বছরে তাঁর নির্বাচনী ইশতেহার অনুযায়ী বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করেছেন। যার ফলশ্রুতিতে আজ আমরা করোনাকালেও যে যেখানে আছি সেখান থেকে ভিডিও কনফারেন্স, জুম মিটিং’র মাধ্যমে কথা, তথ্য আদান প্রদান করতে পারছি।
তিনি বলেন,আজকে শরীরের রক্তের মত আমাদের বিদ্যুতের প্রয়োজনীয়তা রয়েছে। বিদ্যুত ছাড়া এক মুহুর্ত যেন আমরা চলতে পারি না।
ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শফিক উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি মাহবুব উল আলম হানিফ এমপি আরও বলেন, অতীতে দেশে বিদ্যুই ছিল না বলতে গেলে, আর মিটার সিষ্টেম নিয়ে কথা বলার কোন অবকাশ নেই। একজন মানুষকে বিদ্যুত সংযোগ পেতে হলে সরকার নির্ধারিত টাকা দেয়ার পরও অতিরিক্ত টাকা দিয়ে দিনের পর দিন বিদ্যুত অফিসে ধর্না দিতে হয়েছে।
তিনি বলেন, বিদ্যুত পাওয়ার পাশাপাশি বিল প্রদানে একটা বিড়ম্বনা সৃষ্টি হয়েছিল, অনেক ক্ষেত্রে বাড়তি বিল, ভৌতিক বিলসহ নানা কথার সৃষ্টি হয়েছিল। আজকে এই স্মার্ট মিটারের মাধ্যমে ঘরে বসেই আপনি আপনার বিদ্যুত বিল পরিশোধ করতে পারবেন।
তিনি বিদ্যুত কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এই স্মার্ট মিটারের ব্যবহার সম্পর্কে ব্যাপক প্রচার-প্রচারণা চালাতে হবে এবং মিটারের সাথে একটি ব্যবহার বিধি পত্র দিতে হবে, তা হলে গ্রাহকরা বিড়ম্বনা থেকে রেহাই পাবেন। পরিশেষে তিনি শোকাবহ আগষ্ট মাসে জাতির জনকসহ সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে স্মার্ট প্রি পেমেন্ট মিটার স্থাপনের শুভ উদ্ধোধন করেন।
শহরের পিটিআই রোডস্থ সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ এমপির বাড়িতে জেলার প্রথম স্মার্ট প্রি-পেইড মিটার স্থাপন করা হয়।
অনুষ্ঠানে ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শফিক উদ্দিন সভাপতিত্ব করেন।
গ্রাহকের মান সম্মত সেবা নিশ্চিত করতে এই স্মার্ট মিটার প্রকল্পের নানামুখী সুবিধা সংক্রান্ত কারিগরি তথ্য উপস্থাপন করে সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, কোভিড ১৯ ভাইরাসের মোকাবেলা করার জন্য সামাজিক দুরত্ব বজায় রেখে বিদ্যুৎ সেবা, বিদ্যুৎ বিল প্রদানের জন্য সময়োপযোগী সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হলো।
তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুর রহমানের সঞ্চালনায় এই প্রি-পেমেন্ট স্মার্ট মিটার উদ্বোধনী জুম মিটিং এ অংশ নিয়েছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ সদর উদ্দিন খান, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা।