পিকে হালদারের অর্থ আত্মসাৎ: আরও দুজনকে জিজ্ঞাসাবাদ

0
0

নিজস্ব প্রতিবেদক: পিকে হালদারের ৩ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে রেপ্টাইলস ফার্ম লিমিটেডের চেয়ারম্যান শিমু রয় ও আরবি ইন্টারন্যাশনালের পরিচালক রতন কুমার বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। আজ বুধবার সকাল ১১টায় দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন সংস্থার উপপরিচালক গুলশান আনোয়ার।

দুদকের কাছে অভিযোগ রয়েছে, ইন্টারন্যাশনাল লিজিং কোম্পানি লিমিটেড থেকে পিকে হালদার কয়েকটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে তিন হাজার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেছেন। যেসব প্রতিষ্ঠানের নামে ঋণ নেয়া হয়েছে সেসব প্রতিষ্ঠানের চেয়ারম্যান-এমডি ও পরিচালকদের তলব করা হচ্ছে। এরই অংশ হিসেবে এই দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) হাল ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক কাজী মমরেজ মাহমুদসহ চারজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। আর, আগামী ২৩ আগস্ট তলব করা হয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের সাবেক চেয়ারম্যান এম. এ হাসেম, পরিচালক নাসিম আনোয়ার, বাসুদেব ব্যানার্জি ও মোহাম্মদ আবুল হাশেমকে।

এছাড়া, ২৪ আগস্ট ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের পরিচালক নওশেরুল ইসলাম, মো. আনোয়ারুল কবির ও রাশেদুল হক এবং ২৬ আগস্ট ব্যাংক এশিয়ার সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও জেকে ট্রেড ইন্টারন্যাশনালের মালিক ইরফান আহমেদ খানকে তলব করেছে দুদক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here