ওসি প্রদীপের বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা

0
0

নিজস্ব প্রতিবেদক: চাহিদামতো ঘুষ দেওয়ার পরও এক ব্যক্তিকে কথিত বন্দুকযুদ্ধের নামে হত্যার অভিযোগ এনে কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্ত হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাসসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল পৌনে ৪টায় কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়েরের পর বিচারক মোহাম্মদ হেলাল উদ্দীন তা তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী ইনসাফুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘আদালত মামলাটি সহকারী পুলিশ সুপারের (এএসপি) নিচে নয় এমন কর্মকর্তাকে দিয়ে তদন্ত করার জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন।’

মামলাটি করেছেন উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকার গুল চেহের। তিনি অভিযোগ করেছেন, পাঁচ লাখ টাকা ঘুষ দেওয়ার পরও তাঁর ছেলে সাদ্দাম হোসেনকে কথিত বন্দুকযুদ্ধে হত্যা করা হয়।

মামলায় প্রধান আসামি করা হয়েছে তৎকালীন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মশিউর রহমানকে। বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ মামলার দুই নম্বর আসামি। ২৮ আসামির ২৭ জনই পুলিশের সদস্য। অন্যজন হলেন হ্নীলা ইউনিয়ন পরিষদের দফাদার নূরুল আমিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here