ঢাকার কোতোয়ালী থানার ওসিসহ পাঁচ পুলিশের বিরুদ্ধে মামলা

0
0

নিজস্ব প্রতিবেদক: ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা নেয়ার অভিযোগে ডিএমপি’র কোতোয়ালী থানার ওসি মিজানুর রহমানসহ পাঁচ পুলিশের বিরুদ্ধে মামলা করেছেন এক ব্যবসায়ী। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান নোমানের আদালতে মামলাটি করেন রাজধানীর কোতোয়ালী এলাকার কাপড় ব্যবসায়ী সোহেল।

আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তভার দিয়েছে পিবিআইকে। পিবিআই’র এএসপি পদমর্যাদার একজন কর্মকর্তা তদন্ত করে ১৬ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছে আদালত।

মামলার আসামিরা হলেন, কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান, এসআই পবিত্র, এসআই খালেদ ও দুই কনেস্টবল।

কোরবানীর ঈদের পরদিন ২ আগস্ট ব্যবসায়ী সোহেলকে আটক করে পুলিশ।

ভুক্তভোগী সোহেল বৈশাখী টেলিভিশনকে জানান, ঘটনার দিন বিকেলে কয়েকজন এসআই ও কনেস্টবল তাকে সদরঘাটের ওয়াইজঘাট এলাকা থেকে আটক করে। পরে তার কাছে থানা ২৯’শ টাকা নিয়ে নেয়। তখন লোক জড়ো হলে তাদের সাথে থাকা সোর্সের কাছ থেকে ইয়াবা বের করে সবাইকে দেখায় আমার কাছে ইয়াবা ছিলো। পরে আমাকে থানায় নিয়ে আটকে রাখে। রাতে পুলিশ তার পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। অন্যথায় ক্রসফায়ারে মেরে ফেলার হুমকি দেয়। রাতে তার স্ত্রী ও বোনকে থানায় ডেকে আনে পুলিশ সদস্যরা। থানার ভেতরের একটি অন্ধকার রুমে তার স্ত্রী ও বোনের কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা পুলিশ নিয়েছে বলে দাবি করেন সোহেল। পরে একটি মামলা দিয়ে কোর্টে চালান করে দেন। পরদিন তিনি জামিনে মুক্তি পান।

মামলার আরজিতে জড়িত পুলিশ সদস্যদের শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী ব্যবসায়ী সোহেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here