ঢাকায় তীব্র যানজট

0
0

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহার পরে খুলেছে সরকারি-বেসরকারি অফিস। গণপরিবহন, ট্রেন-লঞ্চ চালু আছে আগে থেকেই। করোনা সংক্রমণের ঝুঁকি থাকলেও সবকিছু স্বাভাবিক গয়ে গেছে। মানুষের যাতায়াত বাড়ায় রাজধানী ফিরে পেতে শুরু করেছে পুরােন চিরচেনা রূপ। ব্যস্ততা বেড়েছে সড়কে। কোথাও কোথাও যানজট ও দেখা গেছে।

আজ রোববার সকাল থেকে সড়কে যানজট। ফুটপাতে মানুষের ভিড়। করোনার কারণে ৬৬ দিন সাধারণ ছুটি ছিল দেশে। তবে ঈদুল আজহায় ছুটি ছিল মাত্র তিন দিন। এর মধ্যে আবার শুক্র ও শনিবার দুইদিন সাধারণ ছুটি ছিল। ঈদের ছুটি সীমিত থাকার কারণে অফিস ও কর্মস্থল খোলায় কর্মক্ষেত্রে যোগ দিতে ফিরছেন সরকারি আধাসরকারি কর্মমর্তা কর্মচারি, পোশাক শ্রমিকসহ সাধারণ মানুষ।

ব্যস্ততা বাড়ায় ফুটপাতে লোকজনকে গায়ে গা লাগিয়ে হাঁটতে দেখা গেছে। অনেক ক্ষেত্রে শারীরিক দূরত্বও মেনে চলা হচ্ছে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here