করোনায় আক্রান্ত এমপি রমেশ চন্দ্র সেন

0
19
The Minister for Water Resources, Bangladesh, Mr. Ramesh Chandra Sen calling on the Prime Minister, in New Delhi on March 19, 2010.

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন করোনায় আক্রান্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার তার করোনাক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১, পীরগঞ্জে ১ও রাণীশংকৈল উপজেলায় ৬ জন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৪৩৭ জনে দাঁড়িয়েছে।

আর এখন পর্যন্ত ২৭২ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। মৃত্যু হয়েছে ৮ জনের।

সিভিল সার্জন জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হতে প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী জেলায় আক্রান্তদের মধ্যে ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন (৬৮) ও হরিনারায়নপুর গ্রামে ৬৪ বছর বয়সী এক পুরুষ রয়েছেন।

এছাড়া পীরগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামে ৩১ বছর বয়সী এক ওষুধ ব্যবসায়ী, রাণীশংকৈল থানায় কর্মরত এক এএসআই, রাণীশংকৈল উপজেলার কদমপুর (উমরাডাঙ্গী) গ্রামে ৩৬ বছর বয়সী এক কৃষক, রাণীশংকৈল ভবানন্দপুর গ্রামে ১১ ও ১৫ বছর বয়সী দুই শিক্ষার্থী, রাণীশংকৈল নেকমরদ গ্রামে ৩৩ বছরের এক যুবক ও রাণীশংকৈল বন্দরের সাহাপাড়া গ্রামে ২৫ বছর বয়সী এক কাপড় ব্যবসায়ী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here