নিজস্ব প্রতিবেদক: মহামারি নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) সালমা চৌধুরী রুমা। আজ সোমবার তাকে রাজবাড়ী সদর হাসপাতালের করোনা ইউনিট থেকে ঢাকায় আনার প্রস্তুতি নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছে এমপির ব্যক্তিগত সহকারী লালন আহমেদ সরদার।
তিনি বলেন, এমপি মহোদয়ের রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে। এছাড়া তার হার্টেও কিছু সমস্যা রয়েছে।
লালন সরদার বলেন, এজন্য এখানকার ডাক্তাররা এমপিকে ঢাকা নিয়ে যেতে বলেছেন। তার জন্য প্রধানমন্ত্রী হেলিকপ্টার পাঠাচ্ছেন।
জানা গেছে, উপসর্গ দেখা দিলে গত ২৮ জুলাই এমপির নমুনা পরীক্ষার জন্য দেওয়া হয়। রবিবার তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।