নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনায় দায়ের হওয়া দুই মামলায় গ্রেপ্তার তিন আসামিকে ১৪ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) উপ-পরিদর্শক (এসআই) ফারুক আজ বৃহস্পতিবার একথা জানিয়েছেন।
তিনি জানান, অস্ত্র ও বিস্ফোরক আইনের দুই মামলায় প্রত্যেককে সাত দিন করে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
তিন আসামি হলো- শহীদুল ইসলাম, মোশাররফ হোসেন ও রফিকুল ইসলাম।
জিজ্ঞাসাবাদকারী এক কর্মকর্তা জানান, গ্রেপ্তার তিনজন পেশাদার সন্ত্রাসী। তিনজনই শীর্ষ সন্ত্রাসী শাহাদাত বাহিনীর সহযোগী।
বুধবার সকালে পল্লবী থানা ভবনে বিস্ফোরণে চার পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন আহত হয়েছেন। আগের দিন রাতে আগ্নেয়াস্ত্র, গুলি ও ডিজিটাল ওয়েট মেশিনের মতো একটি ডিভাইসসহ এই তিন ব্যক্তিকে আটক করেছিল পল্লবী থানা পুলিশ।
ওয়েট মেশিনসদৃশ ওই বস্তুটি পুলিশ পরীক্ষা করতে গেলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ডিজিটাল ওই ডিভাইসটির মধ্যে বোমা রাখা ছিল।
সারা দেশে জঙ্গি হামলার আশঙ্কায় গৃহীত নিরাপত্তামূলক ব্যবস্থার মধ্যে থানায় এ বিস্ফোরণে হতচকিত হয়ে পড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) পল্লবী থানার ওই বিস্ফোরণের দায় স্বীকার করেছে বলে জানিয়েছেন অনলাইনে জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণকারী মার্কিন সাইট ইনটেলিজেন্স গ্রুপের পরিচালক রিটা কাটজ।
তবে এ ঘটনার সঙ্গে নিষিদ্ধঘোষিত কোনো জঙ্গি সংগঠনের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। একই কথা বলছেন তদন্তসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারাও।