নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য (আত্রাই-রাণীনগর) এমপি ইসরাফিল আলম আর নেই

নওগাঁর ০৬ আসনের সংসদ সদস্য (আত্রাই-রাণীনগর)এবং নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসরাফিল আলম ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। ( ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)

আজ সোমবার সকাল ৭ টার দিকে ইসরাফিল আলমের স্ত্রী সুলতানা পারভীন এই তথ্য নিশ্চিত করেছেন। স্বামীর মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। স্বজনরা জানান, এমপি ইসরাফিল আলম দীর্ঘদিন ধরে যক্ষা রোগে ভূগছেন। এছাড়া ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনী ও ফুসফুসের জটিল রোগে আক্রান্ত তিনি।

২০ জুন ইসরাফিল আলমের মা এসেদা রহমান মারা যান। পরদিন মায়ের জানাজায় অংশ নিয়ে দাফন সম্পন্ন করে ২২ জুন ঢাকায় ফিরে যান। এরপরই বেশী অসুস্থ্য হয়ে পড়লে স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। ভর্তির পর থেকে ক্রমেই তাঁর শরীরের অবস্থা খারাপের দিকে যাচ্ছিলো। শ্বাস প্রশ্বাসের সমস্যা থেকে আরো জটিল অবস্থায় গেলে শনিবার দুপুরে লাইফ সার্পোর্টে নেয়া হয় তাঁকে।

এমপি ইসরাফিল আলম নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদকের দ্বায়িত্বে ছিলেন। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যাংকিং প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত। তিনি শ্রমিক নেতা। ইতোপূর্বে তিনি ঢাকা মহানগর শ্রমিক লীগের সাবেক সাধরন সম্পাদকের দ্বায়িত্ব পালন করেছেন।

ইসরাফিল আলম নওগাঁ-৬ আসনে দীর্ঘ প্রায় ৩৬ বছর পর ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষের মনোনীত প্রার্থী মোঃ আলমগীর কবিরকে পরাজিত করে বিএনপির দুর্গ হিসেবে খ্যাত এই আসনটিতে বিজয়ী হন। ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইসরাফিল আলম সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে ১০ বছরে এই এলাকায় ব্যাপক উন্নয়ন করেন তিনি।

মোঃ খালেদ বিন ফিরোজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here