গাক কর্তৃক বাস্তবায়নাধীন PACE প্রকল্পের আওতাভুক্ত “দেশি মুরগির সম্প্রসারণ ও বাজার উন্নয়ন শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন উপ-প্রকল্প” এর মুরগি উৎপাদনকারীদের উৎপাদিত দেশি ডিম ও মুরগি দেশের স্বনামধন্য অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান “অর্গানিক অনলাইন বিডি” তে সরবরাহ শুরু হয়েছে।উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর প্রতিষ্টাতা ও নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাক এর সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম, পরিচালক (প্রোগ্রাম) মোঃ রশিদুল ইসলাম রেজা, পরিচালক (মাইক্রোফাইনান্স) পংকজ কুমার সরকার, পরিচালক (প্রসাশন ও মনিটরিং) হজকিল মোঃ আবু হাসান, প্রকল্প ব্যবস্থাপক মোঃ ফেরদৌস হাসান প্রধান সহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও প্রকল্পের দেশি মুরগি পালনকারীগন, স্থানীয় সেবা প্রদানকারী এবং অর্গানিক অনলাইন বিডি এর নির্বাচিত প্রতিনিধি। প্রকল্পটি বগুড়া জেলার সদর ও শাজাহানপুর উপজেলার ৪ টি ইউনিয়নের ৪০০০ জন উৎপাদনকারী ও ১০০ জন স্থানীয় সেবা প্রদানকারীদের নিয়ে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের মূল লক্ষ্য “দেশি মুরগি পালনের টেকসই সেবা সম্প্রসারণ ও বাজার ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন” ( আন্তকর্মসংস্থানের মাধ্যমে অধিক আয়, ব্যবসায় অধিক মুনাফা, মুজুরী ভিত্তিক কর্মসংস্থান ও খাদ্য নিরাপত্তা)। দেশি মুরগি পালনকারীদের উৎপাদিত ডিম ও মাংস পরিবারের সদস্যদের আমিষের চাহিদা মেটানোর পাশাপাশি অনলাইন ভিত্তিক বাজারের সাথে সম্পৃক্ত হওয়ার ফলে নায্যমূল্যে ডিম ও মুরগি বিক্রয়ের মাধ্যমে অধিক আয় করছেন। দু’বছর মেয়াদি প্রকল্পটি আন্তর্জাতিক দাতা সংস্থা ইফাদ এর অর্থায়নে, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও গাক এর যৌথ উদ্যোগে গত অক্টোবর’২০১৮ হতে বাস্তবায়িত হচ্ছে।
মোঃ খালেদ বিন ফিরোজ