স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ডা. আবুল বাশার

0
24

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পাচ্ছেন অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মাদ খুরশিদ আলম। আজ বৃহস্পতিবার এ তথ্য জানা গেছে।

ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক।

স্বাস্থ্য অধিদপ্তরকে দুই ভাগ করে চিকিৎসা শিক্ষা বিভাগের জন্য আলাদা অধিদপ্তর করে সরকার। ২০১৯ সালে ২৪ নভেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতায় ‘স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর’ গঠন করে আদেশ জারি করা হয়। এপরে ওই বছরই স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর তাদের কার্যক্রম শুরু করে।

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, সরকারি-বেসরকারি স্বাস্থ্য শিক্ষার মান নিশ্চিত করতে এই অধিদপ্তর গঠন করা হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর স্বাস্থ্য শিক্ষা সংক্রান্ত সব প্রতিষ্ঠানের একাডেমিক, প্রশাসনিক, উন্নয়ন ও গবেষণার বিষয়গুলো দেখভাল করে এই অধিদপ্তর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here