সরতে হচ্ছে স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল শাখার পরিচালককে!

0
0

নিজস্ব প্রতিবেদক: এবার স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল) আমিনুল হাসানকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যসেবা নিয়ে বিতর্কের মুখে মহাপরিচালকের পদত্যাগের পর আমিনুলকে সরিয়ে দেয়া হচ্ছে।

আজ বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্ভযোগ্য সূত্র গণামাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল শাখার পরিচালক আমিনুল হাসান আর এই পদে থাকছেন না, এটি নিশ্চিত। আজকের মধ্যেই বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সূত্র জানায়, রিজেন্ট হাসপাতাল এবং জেকেজি হেলথ কেয়ারের কেলেঙ্কারির ঘটনায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় সরকারের শীর্ষ পর্যায় থেকে স্বাস্থ্য অধিদফতরে ব্যাপক সংস্কারের নির্দেশনা প্রদান করা হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে স্বাস্থ্য অধিদফতরের কমপক্ষে এক ডজনেরও বেশি কর্মকর্তার তালিকা তৈরি করা হয়েছে। ক্রমান্বয়ে তাদের বদলি কিংবা বরখাস্ত করা হবে বলে সূত্র জানায়।

উল্লেখ্য, বিতর্কের মুখে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল কালাম আজাদ মঙ্গলবার পদত্যাগ করেন। চুক্তিতে থাকা আবুল কালাম আজাদের পদত্যাগপত্র গ্রহণের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার সকালে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন জানান পদত্যাগপত্র গ্রহণের প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here