নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার দক্ষিণখান এলাকায় র্যাবের সঙ্গে গোলাগুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম রিপন (৩৫) বলে জানা গেছে। গতরাত মঙ্গলবার রাত ৩টার দিকে দক্ষিণখানের আসিয়ান সিটিতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি এলাকার চিহ্নিত মাদক ও অস্ত্র ব্যবসায়ী বলে জানিয়েছে র্যাব।
এক ক্ষুদে বার্তায় র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং এ তথ্য জানিয়েছে।
অভিযানের বিষয়ে র্যাব জানায়, রাত ৩টার দিকে আসিয়ান সিটি ফাঁকা মাঠে ৪/৫ জন মাদক ব্যবসায়ীর উপস্থিতির খবর পেয়ে র্যাবের টহল টিম সেখানে অভিযানে যায়। মাদক ব্যবসায়ীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে একজন র্যাব সদস্য আহত হন। জবাবে র্যাব পাল্টা গুলি ছুড়লে রিপন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এসময় ঘটনাস্থল থেকে বাকিরা পালিয়ে যায়।
র্যাব জানায়, ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ওয়ান শুটার গান, গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।