সাইবার অপরাধের শিকার ৬৮ ভাগই নারী

0
0

নিজস্ব প্রতিবেদক: সবচেয়ে বেশি সাইবার অপরাধের শিকার হচ্ছেন নারীরা। তাই সাইবার অপরাধের শিকার নারীদের মধ্যে বাড়ছে আত্মহত্যার প্রবণতা। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে, প্রতি দুই মিনিটে তিনটি করে সাইবার অপরাধ সংগঠিত হলেও মামলার সংখ্যা একেবারেই কম। ভুক্তভোগীদের ৬৮ ভাগই নারী।

এক ভুক্তভোগী জানান, একজনের সঙ্গে তার প্রায় এক বছর ছয় মাস ভালোবাসা সম্পর্ক ছিল, ভালোবাসা মানুষটিকে বিশ্বাস করে তাকে কিছু স্পর্শকাতর ছবিও পাঠায়, এক সময় সে নিজের ভুল বুঝতে পারে, এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায়, পরবর্তীতে অপরাধী সেই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমেও আপলোড করে দেয়, ভুক্তভোগী তখন ভুলের মাশুল গুণতে আত্নহত্যা করার মত সিদ্ধান্তও নেই, কিন্তু তার ভাই ৯৯৯ এ কল করে সহায়তা চায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়। এরপর সম্পর্ক। এক পর্যায়ে শুরু হয় প্রতারণা। ভুক্তভোগি এই নারীর মতো দেশের বহু নারীই সাইবার অপরাধের শিকার হচ্ছেন। বাড়ছে অপরাধ প্রবণতা। আপত্তিকর ছবি ছড়িয়ে দেয়াসহ নানা হুমকির কারণেই সাইবার অপরাধের শিকার নারীদের আত্মহত্যার ঘটনাও বাড়ছে।

সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন বলছে, মোট অপরাধের ২৭ দশমিক শূন্য সাত ভাগ অপরাধ সংঘঠিত হয় সাইবার দুনিয়ায়। অপরাধিদের টার্গেট নারী। প্রত্যেক ২ মিনিটে ৩টি সাইবার অপরাধ সংঘঠিত হলেও প্রতি মাসে অভিযোগ ও মামলা হয় মাত্র ৭৩টি।

সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের সাইবার অপরাধ বিশ্লেষক সৈয়দ জাহিদ হোসেন জানান, এই ধরনের ভুক্তভোগীদের ৫ জনের এক জন অভিযোগ করছেন বা আইনি সহায়তা চাচ্ছেন, সঠিক বিচার না পাওয়ার কারণে হিনমন্যতায় ভুগছেন, আত্নহত্যার মতো সিদ্ধান্ত ও নিচ্ছে।

অ্যাক্টিভিস্টরা বলছেন, সামাজিক মাধ্যম ব্যবহারে সর্তক হবার পাশাপাশি অনাকাঙ্খিত ঘটনা ঘটলে ভয় না পেয়ে আইনের আশ্রয় নিতে হবে।

এ বিষয়ে ক্রাফ সভাপতি জেনিফার আলম জানান, ভুক্তভোগীর স্পর্শকাতর ছবিগুলোকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জায়গায় আপলোড করার হুমকি দেওয়া হয়, ভুক্তভোগী সেক্ষেত্রে আত্নহত্যা কারার মতো সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, অপরাধীরা যেসব প্লাটফর্ম থেকে ছবি-ভিডিও ছড়ায় সেইসব লিঙ্ক সংরক্ষণ করা দরকার।

লিংক সংগ্রহ করার পর দ্রুত আইনশৃংখলা বাহিনীকে জানাতে পরামর্শও দেন তিনি।

এ বিষয়ে কাজ করছে অপরাধ দমন ও নিয়ন্ত্রণে কাজ করছে সিআইডির সাইবার পুলিশ বিভাগ। সিআইডির (সাইবার পুলিশ) অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান বলেন, যে কোন বিষয়ে ভুক্তভোগী অবশ্যই আইনি সহায়তা নিবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here