বিদেশ ভ্রমণে করোনা সনদ বাধ্যতামূলক

0
0

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের করোনা পরীক্ষার সনদ বাধ্যতামূলক করা হয়েছে। আগামী ২৩ জুলাই থেকে এই আদেশ কার্যকর হবে। আজ শনিবার দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার তাহেরা খন্দকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রার ৭২ ঘণ্টা আগে কোন নমুনা সংগ্রহ করা হবে না এবং ২৪ ঘণ্টা আগে রিপোট গ্রহণের ব্যবস্থা করতে হবে।

নমুনা দেওয়ার সময় পাসপোর্ট ও যাত্রীদের বিমান টিকিট দেখিয়ে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। নমুনা দেওয়ার পর থেকে যাত্রা পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তির আইসোলেশনে থাকা বাধ্যতামূলক।

কোভিড-১৯ পরীক্ষা সনদের জন্য ল্যাবে গিয়ে নমুনা দিলে ৩৫০০ টাকা এবং বাড়ি থেকে নমুনা সংগ্রহ করলে ৪৫০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

করোনা পরীক্ষার জন্য ১৬টি সরকারি হাসপাতাল ও প্রতিষ্ঠানকে নির্ধারণ করে দেয়া হয়েছে। তবে, অন্য জেলাগুলোতে সিভিল সার্জন অফিসে স্থাপিত আলাদা বুথে নমুনা দেবেন বিদেশ গমনইচ্ছুকরা।

কোভিড টেস্টের জন্য নির্ধারিত প্রতিষ্ঠান গুলো হলো:

বরিশালের শেরেবাংলা মেডিক্যাল কলেজ
চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজেস
কক্সবাজার মেডিক্যাল কলেজ
কুমিল্লা মেডিক্যাল কলেজ
ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার
ইনস্টিটিউট অব পাবলিক হেলথ
ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোস্যাল মেডিসিন
নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল
খুলনা মেডিক্যাল কলেজ
কুষ্টিয়া মেডিক্যাল কলেজ
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ
বগুডা শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ
রাজশাহী মেডিক্যাল কলেজ
দিনাজপুর এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ
রংপুর মেডিক্যাল কলেজ এবং সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here