উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির আরো অবনতি

0
73

নিজস্ব সংবাদদাতা: টানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্রসহ দেশের বিভিন্ন নদ-নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পানিবন্দী হয়েছে পড়েছে কয়েক লাখ মানুষ। মধ্যাঞ্চলে পদ্মা-যমুনার শাখা নদীগুলোর পানি আরো বেড়ে অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। তবে উত্তর ও পূর্বাাঞ্চলে বন্যার পানি কমতে শুরু করেছে। সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে।

মধ্যাঞ্চলে পদ্মা-যমুনাসহ বিভিন্ন শাখা নদীগুলোর পানি আরো বেড়ে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এতে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। পানিবন্দি হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। বন্যা কবলিত এলাকার মানুষ বাড়িঘর ছেড়ে বন্যা নিয়ন্ত্রন বাঁধ ও উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন।

যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরের সাত উপজেলার ৪শ ৯০ টি গ্রাম প্লাবিত হয়ে ৪ লক্ষাধিক মানুষ পানি বন্দি রয়েছে। বন্যা দুর্গত এলাকায় খাবার, বিশুদ্ধ পানি ও গো-খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে।

সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধি পেয়ে সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। এতে নি¤œাঞ্চলের বাড়িঘর পানি উঠতে শুরু করেছে। তলিয়ে যাচ্ছে হাজার হাজার হেক্টর জমির ফসল।

গাইবান্ধায় ব্রহ্মপুত্রের পানি কমলেও এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিতে রাস্তাঘাট তলিয়ে পানিবন্দি প্রায় দুই লক্ষাধিক মানুষ। ঝুঁকির মধ্যে রয়েছে শহর রক্ষা বাঁধসহ বিভিন্ন এলাকার প্রায় ১৫টি পয়েন্ট।

এদিকে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক। বাধের ঝুঁকিপূর্ণ স্থানে বালির বস্তা ফেলে ভাঙ্গন রোধের চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

ফরিদপুরে পদ্মার পানি বেড়ে জেলার চার উপজেলার শতাধিক গ্রামে পানি প্রবেশ করেছে। এতে পানিবন্দি চরাঞ্চলের কয়েক হাজার মানুষ। বেশ কয়েকটি গ্রামের সড়ক পানিতে তলিয়ে শহরের সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

তবে লালমনিরহাটে তিস্তা ও কুড়িগ্রামে ধরলা, ব্রহ্মপূত্রের পানি কমতে শুরু করেছে। ঘরে ফিরতে শুরু করেছে পানিবন্দী মানুষ। পানি কমলেও মানুষের দুর্ভোগ কমেনি দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও শুকনো খাবার সংকট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here