করোনার ভুয়া রিপোর্ট নিয়ে কোনো বাংলাদেশি ইতালি যাননি : মন্ত্রণালয়

0
0

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের নেগেটিভের ভুয়া সনদ নিয়ে বাংলাদেশি কোনো নাগরিক ইতালি যাননি বলে দাবি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইতালিতে কিছু প্রবাসী বাংলাদেশির মধ্যে করোনাভাইরাস শনাক্তকরণ বিষয়ে কয়েকটি সংবাদপত্র ও টেলিভিশনে প্রচারিত সংবাদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে এসেছে। সম্প্রতি যে এক হাজার ৬০০ বাংলাদেশি ইতালি গেছেন তারা কোভিড- ১৯ নেগেটিভের ভুয়া সার্টিফিকেট নিয়ে যাননি।’

তাদের মধ্যে কিছু যাত্রী নিজ উদ্যোগে কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়ে যান, পরে প্রয়োজন হতে পারে এমনটি ভেবে। তবে ইতালি ভ্রমণের জন্য এ ধরনের সার্টিফিকেট থাকার কোনো নির্দেশনা দেশটির পক্ষ থেকে দেওয়া হয়নি। এক হাজার ৬০০ বাংলাদেশির মধ্যে অল্পসংখ্যক বাংলাদেশি সার্টিফিকেট নিয়ে যান। বাকিরা নেননি। আর যারা নিয়েছেন তারা ভুয়া সার্টিফিকেট নেননি বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এতে আরো বলা হয়েছে, ‘দুর্ভাগ্যবশত সাম্প্রতিক সময়ে ইতালি যাওয়া কিছু বাংলাদেশি বাধ্যতামূলক আইসোলেশনে থাকার নিয়ম অনুসরণ করেননি এবং সম্ভবত তাদের মাধ্যমেই ভাইরাসটি আরো অনেকের মধ্যে ছড়িয়ে পড়ে থাকতে পারে।’

বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার ফ্লাইটে নিষেধাজ্ঞার বিষয়ে এ বিজ্ঞাপ্তিতে আরো বলা হয়, ‘শুধু বাংলাদেশ ছাড়াও পৃথিবীর ১২টি দেশের বিমান সে দেশে প্রবেশ বন্ধ করা হয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here