সাহেদ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে ছবি তুলে প্রতারণা করত: স্বরাষ্ট্রমন্ত্রী

0
0

নিজস্ব প্রতিবেদক: রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমের প্রতারণা বিশ্বের বুকে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বুধবার দুপুরে নিজ বাসভবনে গণমাধ্যমের কাছে এমন মন্তব্য করেন তিনি।

রিজেন্ট হাসপাতালের প্রতারণার ঘটনার প্রধান আসামি মো. সাহেদকে আজ বুধবার ভোরের দিকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব।

এর পরই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাহেদ সব সময় প্রতারণা করার জন্য ফাঁকফোকর খুঁজত। তার এই প্রতারণার অংশ হিসেবেই সে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে ছবি উঠাত। এসব দিয়েই তার প্রতারণার কাজকে আরো সহজ করত।

‘টেলিভিশন টকশোতেও সাহেদ একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হয়ে উঠেছিল, এটাও ছিল তার প্রতারণার অংশ। তবে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগের চেয়ে অনেক দক্ষ। তার প্রতারণাকে দীর্ঘস্থায়ী করতে দেওয়া হয়নি, আমরা তাকে ধরে ফেলেছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘যখন করোনা চিকিৎসার জন্য কেউ হাসপাতাল দিতে চাচ্ছিল না, তখন সাহেদ নিজ থেকে এগিয়ে এসেছে। তার উদ্দেশ্য ছিল প্রতারণা, সেটা সেই মুহূর্তে বোঝা যায়নি। কিন্তু এই সবকিছুর মূলে তার উদ্দেশ্য ছিল প্রতারণা, সেটা এখন বোঝা যাচ্ছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here