রিজেন্টের সঙ্গে চুক্তির বিষয়টি জানতেননা স্বাস্থ্যমন্ত্রী

0
25

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য অধিদপ্তরের সাথে রিজেন্ট হাসপাতালের চুক্তির বিষয়ে আগে থেকে কিছুই জানতেননা স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের অনুরোধে তিনি সেই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আজ (মঙ্গলবার) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

তিনি আরো বলেন, জেকেজি ও রিজেন্ট হাসপাতালের অনৈতিক কর্মকান্ড কতটুকু হয়েছে তা সরকার খতিয়ে দেখছে। দোষী সাব্যস্ত হলে তাদের এবং তাদেরকে যারা সহযোগীতা করেছে তাদের বিরুদ্ধেও দৃষ্টান্তমূলক কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে অধিদপ্তরের কোনো সমস্যা চলছে কিনা এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মন্ত্রণালয়ের কোনো বিরোধ নেই। দু’টিই সরকারের অঙ্গ প্রতিষ্ঠান। দু’টি প্রতিষ্ঠানই বর্তমানে কোভিড-১৯ এর দুর্যোগ মোকাবিলায় দিন-রাত কাজ করে যাচ্ছে। জেকেজি ও রিজেন্ট হাসপাতালের সাম্প্রতিক কর্মকাণ্ডের ব্যাপারে ব্যাখ্যা দিতে মন্ত্রণালয় থেকে অধিদপ্তরকে চিঠি দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কাছে মন্ত্রণালয় প্রশাসনিকভাবে কোন কাজের ব্যাখ্যা চাইতেই পারে, এটি সরকারি কাজের একটি অংশ। এটি মন্ত্রণালয় ও অধিদপ্তরের সমস্যার কোনো ব্যাপার নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here