প্রেসিডেন্ট হওয়া হলো না আইভরি কোস্টের প্রধানমন্ত্রীর

0
41
(FILES) In this file photo taken on May 9, 2019 Ivory Coast's Prime Minister Amadou Gon Coulibaly speaks during the Ity Gold Mine inauguration in western Ivory Coast. - Ivory Coast Prime Minister Amadou Gon Coulibaly, who was the ruling party's candidate for October's presidential election, died on July 8, 2020 aged 61, the presidency said. (Photo by ISSOUF SANOGO / AFP)

আন্তর্জাতিক ডেস্ক: মন্ত্রিসভার বৈঠক চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর, মারা গেছেন আইভরি কোস্টের প্রধানমন্ত্রী আমাদু গন কউলিব্যালি। তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। আগামী অক্টোবরে অনুষ্ঠাতব্য আইভরি কোস্টের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী হিসেবে লড়ার কথা ছিল আমাদু গন কউলিব্যালির। দেশটির বর্তমান প্রেসিডেন্ট আলাসানে ওয়াতারা তৃতীয়বারের মতো আর নির্বাচনে না দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর, প্রেসিডেন্ট পদপ্রার্থী নির্বাচিত হন আমাদু গন কউলিব্যালি। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

সম্প্রতি ফ্রান্স থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছিলেন আমাদু গন কউলিব্যালি। তিনি ফ্রান্সে দুই মাস হার্টের চিকিৎসা নেন।

আমাদু গন কউলিব্যালির মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আলাসানে ওয়াতারা। তিনি বলেন, মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক চলাকালে অসুস্থ হয়ে পড়েন আমাদু গন কউলিব্যালি। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

আমাদু গন কউলিব্যালির মৃত্যুতে আইভরি কোস্টের নির্বাচন নিয়ে ব্যাপক অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।

২০১২ সালে আমাদু গন কউলিব্যালির হৃদপিণ্ড প্রতিস্থাপন করা হয়। গত ২ মে তিনি চিকিৎসা গ্রহণের জন্য প্যারিস গিয়েছিলেন।

গত বৃহস্পতিবার দেশে ফিরে আমাদু গন কউলিব্যালি বলেছিলেন, ‘প্রেসিডেন্টের পাশে থেকে দেশের উন্নয়ন ও বিনির্মাণের কাজ চালিয়ে নিতে ফিরে এসেছি।’

আগামী প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম জনপ্রিয় প্রার্থী ছিলেন আমাদু গন কউলিব্যালি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here